menu-iconlogo
huatong
huatong
khalid-akash-nila-cover-image

Akash Nila

khalid খালিদhuatong
mwesty_starhuatong
Şarkı Sözleri
Kayıtlar
আকাশ নীলা তুমি বল কিভাবে

আমার শূণ্য মনে সুখ ছড়াবে

এমন করে কি তবে ভেবেছ আগে

ভালোবাসা দিয়ে ভূল ভাঙ্গাবে

কথা দাও, কথা দাও, কথা দাও

বুঝবে আমায়,

কথা দাও, কথা দাও, কথা দাও

আজীবন আমারি রবে

খুজতে, যদি আজ খুজতে

বুঝতে তবে এ মন বুঝতে

জীবনে কত যে দুঃখ লুকানো

তুমি তা জানতে চেওনা

কত সে নির্মম বেদনা

তুমি তা জানতে চেওনা

কত সে নির্মম বেদনা

কথা দাও, কথা দাও, কথা দাও

বুঝবে আমায়,

কথা দাও, কথা দাও, কথা দাও

আজীবন আমারি রবে

জানতে, যদি একটু জানতে

কি ক্ষত বুকে আমার, মানতে

লুকানো ব্যাথা হাসির আড়ালে

তুমি তা জানতে চেওনা

কত সে নির্মম বেদনা

তুমি তা জানতে চেওনা

কত সে নির্মম বেদনা

কথা দাও, কথা দাও, কথা দাও

বুঝবে আমায়,

কথা দাও, কথা দাও, কথা দাও

আজীবন আমারি রবে

আকাশ নীলা তুমি বল কিভাবে

আমার শূণ্য মনে সুখ ছড়াবে

এমন করে কি তবে ভেবেছ আগে

ভালোবাসা দিয়ে ভূল ভাঙ্গাবে

কথা দাও, কথা দাও, কথা দাও

বুঝবে আমায়,

কথা দাও, কথা দাও, কথা দাও

আজীবন আমারি রবে

thank you

khalid খালিদ'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin