menu-iconlogo
huatong
huatong
avatar

যে প্রেম স্বর্গ থেকে এসে Je Prem Shorgo Theke

Khalid Hasan Milu/Konok Chapahuatong
mnachtigalhuatong
Şarkı Sözleri
Kayıtlar
যে প্রেম স্বর্গ এসে

খালিদ কনক চাপা

আ আ আ আআ..

আ আ আ আআ..

যে প্রেম..

স্বর্গ থেকে এসে

জীবনে অমর হয়ে রয়

যে প্রেম..

স্বর্গ থেকে এসে

জীবনে অমর হয়ে রয়

সেই প্রেম আমাকে দিও

জেনে নিও

তুমি আমার

তুমি আমার

প্রানের চেয়ে প্রিয়...

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

তুমি আর আমি আর কেউ নয়

এমন একটা যদি পৃথিবী হয়

মিলনের সুখে ভরে যায় বুক

যেখানে আছে শুধু

সুখ আর সুখ

সেই সুখ আমাকে দিও...

জেনে নিও

তুমি আমার

তুমি আমার

প্রানের চেয়ে প্রিয়...

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

চাইনা কিছুই তো জীবনে আর

তোমার মুখটা যদি দেখি একবার

এ জীবন করেছ কত যে মধুর

হৃদয়ে কত গান কত যে সুর

সেই সুর আমাকে দিও...

জেনে নিও

তুমি আমার

তুমি আমার

প্রানের চেয়ে প্রিয়...

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

ধন্যবাদ আপনাকে

Khalid Hasan Milu/Konok Chapa'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin