menu-iconlogo
logo

বন্ধু তুমি আমার Bondhu tumi amar

logo
Şarkı Sözleri
বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার

শিল্পীঃ খালিদ হাসান মিলু সাকিলা জাফর

F)বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি ভালোবেসে যাবো

M)বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি ভালোবেসে যাবো

F)হাজার বছর তোমার আশায় পথ চেয়ে ছিলাম

M)তোমায় আমি প্রানের চেয়ে আপন করে নিলাম

F)হাজার বছর তোমার আশায় পথ চেয়ে ছিলাম

M)তোমায় আমি প্রানের চেয়ে আপন করে নিলাম

F)জীবন তুমি আমার মরন তুমি আমার

ভাবিনি তুমায় আমি এত কাছে পাব

M)বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি ভালোবেসে যাবো

তোমার বুকে মাথা রেখে মরন যেন আসে

ইহ কালে পরকালে রবো তুমার পাশে

তোমার বুকে মাথা রেখে মরন যেন আসে

ইহ কালে পরকালে রবো তুমার পাশে

তুমি আমার আশা আমার ভালবাসা

ভালবাসার এই গান চিরদিনই গাবো

বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি ভালোবেসে যাবো

বন্ধু তুমি আমার সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি ভালোবেসে যাবো