menu-iconlogo
huatong
huatong
khalid-tumi-akasher-bukey-cover-image

Tumi Akasher Bukey

Khalidhuatong
ryachashuatong
Şarkı Sözleri
Kayıtlar
তুমি আকাশের বুকে বিশালতার উপমা

তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা

আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার

রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা

লাগে না লাগে না জোড়া

লাগে না লাগে না জোড়া

আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে

থমকে সে যাবে জীবন ও

গতি সে কি তোমার অজানা

রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা

লাগে না লাগে না জোড়া

লাগে না লাগে না জোড়া

শ্রাবন বেলায় তোমার কথা ভেবে বিষন্ন এ মন

আশার পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরণ

রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা

লাগে না লাগে না জোড়া

লাগে না লাগে না জোড়া

তুমি আকাশের বুকে বিশালতার উপমা

তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা

আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার

রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা

লাগে না লাগে না জোড়া

লাগে না লাগে না জোড়া

Khalid'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin