menu-iconlogo
huatong
huatong
avatar

Tomake pabona ami seto jantam

Khanhuatong
🇧🇩🍁Khan_🍁🇧🇩✨📸ꪜꪑ᭙huatong
Şarkı Sözleri
Kayıtlar
তোমাকে পাবোনা আমি সেতো জানতাম

তোমাকে পাবোনা আমি সেতো জানতাম

সুখের সাগরে তবু তরী বেয়ে

প্রলয়ের মাঝে ভাসতাম।

তোমাকে পাবোনা আমি সেতো জানতাম

তোমাকে পাবোনা আমি সেতো জানতাম।

যদি তুমি সাথি হতে এ মধু রাতে

মোর যত ভালোবাসা বিলিয়ে তোমাকে

যদি তুমি সাথি হতে এ মধু রাতে

মোর যত ভালোবাসা বিলিয়ে তোমাকে

তোমার পানে চেয়ে হারানো সুরে

প্রান ভরে গান শোনাতাম।

তোমাকে পাবোনা আমি সেতো জানতাম

তোমাকে পাবোনা আমি সেতো জানতাম।

মৃদু মৃদু হাওয়াতে চুল উড়িয়ে

কাছে যদি ডাকতে হাত বাড়িয়ে

মৃদু মৃদু হাওয়াতে চুল উড়িয়ে

কাছে যদি ডাকতে হাত বাড়িয়ে

তোমায় পেয়ে আমি সব ভুলে গিয়ে

ঝড়া ফুলের মালা পরতাম

তোমাকে পাবোনা আমি সেতো জানতাম

তোমাকে পাবোনা আমি সেতো জানতাম।

সুখের সাগরে তবু তরী বেয়ে

প্রলয়ের মাঝে ভাসতাম।

তোমাকে পাবোনা আমি সেতো জানতাম

তোমাকে পাবোনা আমি সেতো জানতাম।

Khan'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Khan, Tomake pabona ami seto jantam - Sözleri ve Coverları