menu-iconlogo
logo

Tumi Bole Dakle

logo
avatar
Khurshid Alamlogo
🌴🌴shydurrahman🌴🌴logo
Uygulamada Söyle
Şarkı Sözleri
তুমি ----

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে

আজ থেকে আর আপনি বলে ডেকোনা

আমাকে, আমাকে---

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে

এই মিলনের ক্ষণ ছোট ছোট

ওই বিরহের রাত বড় বড়

মিলনের ক্ষণ ছোট ছোট

ওই বিরহের রাত বড় বড়

হাতে হাত রেখে চল চলে যাই

ছেড়োনা --আমাকে –আমাকে

তুমি ----

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে

ওই আকাশের মেঘ কালো কালো

প্রিয়তমেষুর চোখ আরো কালো

আকাশের মেঘ কালো কালো

প্রিয়তমেষুর চোখ আরো কালো

সূর্যের আলো সেতো কিছু নয়

মোর প্রেমিকার মুখ ঝলমল

সে আলোয়---ঢেকেছো---আমাকে

তুমি ---

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে

আজ বিকেলের রোদ ঝিলিমিলি

চল অরো কিছুক্ষণ খেলা করি

বিকেলের রোদ ঝিলিমিলি

চল অরো কিছুক্ষণ খেলা করি

হাসি খুশি দিয়ে মন ভরে থাক

কিছু কথা বিনিময় আজ হয়ে যাক

কথা দাও- কথা দাও--আমাকে

তুমি ---

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে

আজ থেকে আর আপনি বলে ডেকোনা

আমাকে--আমাকে---

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে

Khurshid Alam, Tumi Bole Dakle - Sözleri ve Coverları