menu-iconlogo
huatong
huatong
avatar

হলুদিয়া পাখি

Konahuatong
mrmo-01huatong
Şarkı Sözleri
Kayıtlar
হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে...

হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে...

কেউ না জানিলো

কেউ না দেখিলো

কেমনে পাখি দিয়া যে ফাঁকি

উইড়া গেল হায় চোক্ষের পলকে

পাখিটি ছাড়িলো কে...

হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে ।।

সোনারও পিঞ্জিরা শূন্য করিয়া

কোন বণে পাখি গেল যে উড়িয়া

পিঞ্জিরার জোরা খুলিয়া খুলিয়া

পিঞ্জিরার জোরা খুলিয়া খুলিয়া

ভাইঙ্গা পড়ে সেই না পাখির ও চোখে

পাখিটি ছাড়িলো কে

হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে

পাখিটি ছাড়িলো কে রে আমার

পাখিটি ছাড়িলো কে ।।

সবি যদি ভূলে যাবি রে পাখি

কেন তবে হায় দিলিরে আশা।

উইড়া যদি যাবি ওরে ও পাখি

কেন বাইন্ধ্যা ছিলি বুকেতে বাঁসা

please wait

কতনা মধুর গান শুনাইয়া

গেলিরে শেষে কেন কান্দাইয়া

তোমারে শরিয়া বিরহে বিরহে

তোমারে শরিয়া দুখের ও দরিয়া

উতলে উঠে ঐ না পাগলের চোখে

পাখিটি ছাড়িলো কে

হলুদিয়া পাখি,সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে

কেউ না জানিলো

কেউ না দেখিলো

কেমনে পাখি দিয়া যে ফাঁকি

উইড়া গেল হায় চোক্ষের পলকে

পাখিটি ছাড়িলো কে

হলুদিয়া পাখি,সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে

হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে ।।

ধন্যবাদ সবাইকে

Kona'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin