menu-iconlogo
huatong
huatong
avatar

মাগো, তোমার মতো লয়না কেহ Mago Tomar Moto

Konok Capahuatong
bladepowerhuatong
Şarkı Sözleri
Kayıtlar
মাগো, তোমার মতো লয়না কেহ

আমায় বুকে টানি….

আঁচল দিয়া, মুছেনা কেউ.......

আঁচল দিয়া, মুছেনা কেউ

আমার চোখের পানি….

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

চইলা গেলা কোন অজানায়

আমায় নিলানা…..

পথে পইরা কান্দি আমি

নাই যে ঠিকানা

চইলা গেলা কোন অজানায়

আমায় নিলানা……

পথে পইরা কান্দি আমি

নাই যে ঠিকানা

জীবন আমার, যাইব কেমনে.......

জীবন আমার, যাইব কেমনে

একটু ও ভাবোনি

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

FOLLOW ME

অনাদরে কাটে মাগো

আমার এই জীবন……

ভাগ্য দোষে রইলো বাবা

দুরেতে এখন

অনাদরে কাটে মাগো

আমার এই জীবন……

ভাগ্য দোষে রইলো বাবা

দুরেতে এখন

তুমি ও নাই, বাবা ও নাই........

তুমি ও নাই, বাবা ও নাই

দুঃখী আমি এমনই

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

FOLLOW ME

মাগো, তোমার মতো লয়না কেহ

আমায় বুকে টানি

আঁচল দিয়া, মুছেনা কেউ.......

আঁচল দিয়া, মুছেনা কেউ

আমার চোখের পানি

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

ধন্যবাদ

পাশেই থাকবেন

Konok Capa'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin