F) মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
M) একটা চাবি মাইরা
একটা চাবি মাইরা দিছে ছাইড়া
চাবি মাইরা দিছে ছাইড়া
জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
M) থাকের একটা কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর
রং বেরংয়ের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর
দেখতে ঘড়ি কি সুন্দ..র
F) থাকের একটা কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর
রং বেরংয়ের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর
দেখতে ঘড়ি কি সুন্দর
M) ঘড়ির তিন পার্টেতে গড়ল সারা
এ বয়লারের মেশিন গড়া
তিনশো সাইট টি স্কুরুপ মারা
শোলো জন পাহাড়ায় আছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
F) মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
M] ঘড়ির কেসটা ৩২ চাকের কল কব্জায় বেশুমাত
দুইশো ছয়টা হার্টের জোরা ৭২ হাজারো তার
৭২ হাজারো তা...র
F] ঘড়ির কেসটা ৩২ চাকের কল কব্জায় বেশুমাত
দুইশো ছয়টা হার্টের জোরা ৭২ হাজারো তার
৭২ হাজারো তা...র
ও মন দেহঘড়ি চৌদ্দতলা
তার ভিতরে দশটি নালা
নয়টি বন্ধ একটি খোলা
গোপনে এক তালা আছে।
M) মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
মন আমার দেহ ঘড়ি
F) মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
মন আমার দেহ ঘড়ি
M] ওস্তাদ আলাউদ্দিন ভেবে বলছেন
ওরে আমার মন বোকা
রহমান মিয়ার কর্ম দোষে হইলানা ঘড়ি দেখা
হইলানা ঘড়ি দেখা
F] ওস্তাদ আলাউদ্দিন ভেবে বলছেন
ওরে আমার মন বোকা
রহমান মিয়ার কর্ম দোষে হইলানা ঘড়ি দেখা
হইলানা ঘড়ি দেখা
M] আমি যদি ঘড়ি চিনতে পারতাম
ঘড়ির জুয়েল বদলাইতাম
ঘড়ির জুয়েল বদলাইবো কেমনে যাই মিস্ত্ররীর কাছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
মন আমার দেহ ঘড়ি
F] মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
মন আমার দেহ ঘড়ি