menu-iconlogo
huatong
huatong
avatar

Je Pakhi Ghor Bojhena

Kumar Bishwajithuatong
nancieann25huatong
Şarkı Sözleri
Kayıtlar
যে পাখি ঘর বোঝে না..

যে পাখি ঘর বোঝে না

উড়ে বেড়ায় বন বাজারে

ভোলা মন মিছে কেন

মনের খাঁচায় রাখিস তারে

যে পাখি ঘর বোঝে না

উড়ে বেড়ায় বন বাজারে

ভোলা মনে মিছে কেন

মনের খাঁচায় রাখিস তারে

ও পাখি ছন্নছাড়া বাঁধন হারা

মানে না প্রেমের শিকল

ও পাখি দশ দুয়ারী

শত মন করে দখল

যে পাখি ঘর বোঝে না..

যে পাখি ঘর বোঝে না...

পাখিটার এমন স্বভাব নিজের অভাব

পূরন করে নিজের মত

পাখিটা হাঁসে খেলে অন্তরালে

সুনিপুণ করে ক্ষত

পাখিটার এমন স্বভাব নিজের অভাব

পূরন করে নিজের মত

পাখিটা হাঁসে খেলে অন্তরালে

সুনিপুণ করে ক্ষত

ও পাখি বাঁধন হারা ছন্নছাড়া

মানে না প্রেমের শিকল

ও পাখি দশ দুয়ারে

শত মন করে দখল

যে পাখি ঘর বোঝে না..

যে পাখি ঘর বোঝে না...

RJ AKASH B M G

পাখিটার মতিধমে দমে দমে

পুরি কেবল সংখ্যা গুনে

পাখিটা চোর ভেবে নেয় মন হাতিয়ে

ব্যেথা দেয় বুঝে শুনে

পাখিটার মতিধমে দমে দমে

পুরি কেবল সংখ্যা গুনে

পাখিটা চোর ভেবে নেয় মন হাতিয়ে

ব্যেথা দেয় বুঝে শুনে

ও পাখি বাঁধন হারা ছন্নছাড়া

মানে না প্রেমের শিকল

ও পাখি দশ দুয়ারে

শত মন করে দখল

যে পাখি ঘর বোঝে না..

যে পাখি ঘর বোঝে না..

ধন্যবাদ

Kumar Bishwajit'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin