menu-iconlogo
huatong
huatong
Şarkı Sözleri
Kayıtlar
কিছু হালকা স্বপ্নে এলি

নদী হয়ে বয়ে গেলি

কিছু হালকা স্বপ্নে এলি

নদী হয়ে বয়ে গেলি

চার পাশে তাই স্বপ্ন ছড়াই

কাকে বুঝাই হয়েছে ছাই

এ মন বেচারা ঘর ছাড়া

মন বেচারা দিশেহারা

মন বেচারা পাগলপারা

উহু

নিকুচি করেছে তোর রিয়ার

তুই গাড়ি নিয়ে কবে ফিরবি বল তো

উফ দেখছিস Love journey করছি তা না

এই গাড়ি গাড়ি করে মাথা খারাপ করে দিচ্ছিস

আমি কলকাতায় যাচ্ছি ফিরতে দেরি হবে

কলকাতা মানে

রিয়া বলল নিয়ে যেতে

শোন আমার একাউন্টে কিছু টাকা ফেলে দে

বুঝতে তো পারছিস খরচা আছে না

অফু আর কত বাঁশ দিবি বলতো তুই আমায়

রতেলা দিনে নিকোনো রাতে

তোরই ভাবনা বাসে কোন পলাশে

চেনাশোনা পথের পাকে আর যাবে না ছোঁয়া তোকে

না ছোড়ু মনটা রাখি কোন মোরকে

চারপাশে তাই স্বপ্ন ছড়াই

কাকে বুঝাই হয়েছে ছাই

এ মন বেচারা ঘর ছাড়া

মন বেচারা দিশেহারা

মন বেচারা পাগলপারা

উঁহু

ভাই ফুল টাইম হবে

Ok Sir

হম রাস্তায় আস্তে আস্তে অনেক কথা বলছিল বুঝলি

এখন ঘুমাচ্ছে খুব Tired তো

হয়েছে হয়েছে আর দিতে হবে না

স্যার যে বলল ফুল ট্যাঙ্ক করে দিতে

না না এটা দিয়েই হয়ে যাবে

শোন না পরে কথা বলছি বুঝলি

কি হয়েছে

ম্যাডাম আমাকে ফুলটেইন করতে মানা করছে

আমার কাছে আসলে খুব কম টাকা আছে

ফুল ট্যাঙ্ক করে দাও

Ok Sir

আমার কাছে কিন্তু এ কটা টাকা আছে

টাকার জন্য আপনার কলকাতা যাওয়া আটকাবে না

রেখে দিন

আপনি হিসেব করে রাখুন

আমি কলকাতায় গিয়ে দিয়ে দেব

Madam আমি অংকে খুব কাঁচা

কোনরকমে পাস করতাম

আমি হিসেব করে রাখবো

অংকে আমার লেটার আছে

খেয়ালি হাওয়া শিখল চাওয়া

তোরই নরম হাতে তাই হাত পাতে

চেনাশোনা পথের পাকে আর যাবে না ছোঁয়া তোকে

না ছোড়ু মনটা রাখি কোন মোরকে

চারপাশে তাই স্বপ্ন ছড়াই

কাকে বুঝাই হয়েছে ছাই

এ মন বেচারা ঘর ছাড়া

এ মন বেচারা দিশেহারা

মন বেচারা পাগলপারা

উঁহু

কিছু হালকা স্বপ্নে এলি

নদী হয়ে বয়ে গেলি

চারপাশে তাই স্বপ্ন ছড়াই

কাকে বুঝাই হয়েছে ছাই

এ মন বেচারা ঘর ছাড়া

মন বেচারা দিশেহারা

এ মন বেচারা পাগলপারা

এ ইএ

Kunal Ganjawala/Soham Chakraborty/Koel Mallick/NO'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin