menu-iconlogo
huatong
huatong
avatar

Taal Tomaler Bonete | Lalon Band

Lalon Bandhuatong
Badal♫RBFhuatong
Şarkı Sözleri
Kayıtlar
তাল তমালের বনেতে

আগুন লাগে মনেতে

তাল তমালের বনেতে

আগুন লাগে মনেতে

বন্ধু আমার বুনো হাওয়া

সুখ হইলো না প্রাণেতে

তাল তমালের বনেতে

আগুন লাগে মনেতে

শহর নগর বন্দরে

ঘুরি আমি ঘুরি রে

ভাব লাগে না মনেতে

অভাবে দিন গেলো রে

শহর নগর বন্দরে

ঘুরি আমি ঘুরি রে

ভাব লাগে না মনেতে

অভাবে দিন গেলো রে

সকাল দুপুর সন্ধ্যা গেলো

সূর্য ঢেকে আধারে

নদী পাহাড় সাগরে

খুঁজি আমি কাহারে?

নদী পাহাড় সাগরে

খুঁজি আমি কাহারে?

বন্ধু আমার বুনো হাওয়া

সুখ হইলো না প্রাণেতে

তাল তমালের বনেতে

আগুন লাগে মনেতে

এখন কোন গল্প নাই

গল্পে কোন কথা নাই

দিনও মানে সূর্য নাই

রাতে কোন চন্দ্র নাই

এখন কোন গল্প নাই

গল্পে কোন কথা নাই

দিনও মানে সূর্য নাই

রাতে কোন চন্দ্র নাই

না হইলো না কথা বলা

কি পড়িবো গলেতে?

গল্প করি কাহারে

কবে পাবো তাহারে?

গল্প করি কাহারে

কবে পাবো তাহারে?

বন্ধু আমার বুনো হাওয়া

সুখ হইলো না প্রাণেতে

তাল তমালের বনেতে

আগুন লাগে মনেতে

বন্ধু আমার বুনো হাওয়া

সুখ হলোনা প্রাণেতে

তাল তমালের বনেতে

আগুন লাগে মনেতে

তাল তমালের বনেতে

আগুন লাগে মনেতে

তাল তমালের বনেতে

আগুন লাগে মনেতে

তাল তমালের বনেতে

আগুন লাগে মনেতে

Lalon Band'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin