menu-iconlogo
huatong
huatong
avatar

Milon Hobe Koto Dine

Lalon Geetihuatong
molloy8huatong
Şarkı Sözleri
Kayıtlar
মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

চাতক প্রায় অহর্নিশি..চেয়ে আছি কালো শশী

চাতক প্রায় অহর্নিশি.চেয়ে আছি কালো শশী

হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী

ও তা হয় না কপাল গুণে

ও তা হয় না কপাল গুণে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন

লুকালে না পায় অন্বেষণ,

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন

লুকালে না পায় অন্বেষণ,

কালারে হারায়ে তেমন কালারে হারায়ে তেমন

ঐ রূপ হেরি এ দর্পণে ঐ রূপ হেরি এ দর্পণে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

যখন ও রূপ স্মরণ হয়, থাকে না লোকলজ্জার ভয়

যখন ও রূপ স্মরণ হয়, থাকে না লোকলজ্জার ভয়

লালন ফকির ভেবে বলে সদাই

লালন ফকির ভেবে বলে সদাই

ও প্রেম যে করে সেই জানে

ও প্রেম যে করে সেই জানে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে

Lalon Geeti'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin