menu-iconlogo
logo

Ja Re Jare Ure Jare Pakhi

logo
Şarkı Sözleri
যা রে..

যারে উড়ে যা রে পাখি

ফুরালো প্রানের মেলা

শেষ হয়ে এলো বেলা

আর কেন মিছে তোরে বেঁধে রাখি

যা রে..

যারে উড়ে যা রে পাখি

ফুরালো প্রানের মেলা

শেষ হয়ে এলো বেলা

আর কেন মিছে তোরে বেঁধে রাখি

যা রে..

আকাশে আকাশে ফিরে

যা ফিরে আপন নীড়ে

শ্যামল মাটির বনছায়

আকাশে আকাশে ফিরে

যা ফিরে আপন নীড়ে

শ্যামল মাটির বনছায়

শুধু, মনে মনে তোরে ডাকি

চাহিনা খেলিতে খেলা

শেষ হয়ে এলো বেলা

আর কেন মিছে তোরে বেঁধে রাখি

যা রে..

আমারই স্বপন হয়ে

কত কি যে গেছ কয়ে

হৃদয় পিঞ্জরে বসিয়া

আমারই স্বপন হয়ে

কত কি যে গেছ কয়ে

হৃদয় পিঞ্জরে বসিয়া

জানি সবই রয়ে গেল বাকি..

এবারে ভাসাবো ভেলা

শেষ হয়ে এলো বেলা

আর কেন মিছে তোরে বেঁধে রাখি

যা রে..

যারে উড়ে যা রে পাখি

ফুরালো প্রানের মেলা

শেষ হয়ে এলো বেলা

আর কেন মিছে তোরে বেঁধে রাখি

যা রে..

Lata Mangeshkar, Ja Re Jare Ure Jare Pakhi - Sözleri ve Coverları