menu-iconlogo
huatong
huatong
avatar

ফেরারী এই মনটা আমার Ferari Ei Monta amar

LRBhuatong
salorso_11yeclahuatong
Şarkı Sözleri
Kayıtlar
ফেরারী এই মনটা আমার

মানেনা কোনো বাঁধা

তোমাকে পাওয়ারই আশায়

ফিরে আসে বারে বার

ফেরারী এই মনটা আমার

মানেনা কোনো বাঁধা

তোমাকে পাওয়ারই আশায়

ফিরে আসে বারে বার

কখনো ভাবিনি আমি….

ব্যথা দিয়ে তুমি চলে যাবে

কি জানি কি ভুল ছিল আমার

আমাকে কেন গেলে কাঁদিয়ে….

তাই আমি, ফিরে আসি বারে বার

ফেরারী এই মনটা আমার

মানে না কোনো বাঁধা

তোমাকে পাওয়ারই আশায়

ফিরে আসে.. বারেবার

যে পথে হারিয়েছি তোমায়

সেই পথে খুঁজে আমি যাব

অভিমান করে থেকো না

অপবাদ দিয়ে যেও না

তাই আমি ফিরে আসি বারে বার

ফেরারী এই মনটা আমার

মানে না কোনো বাঁধা

তোমাকে পাওয়ারই আশায়

ফিরে আসে বারে বার

ফেরারী এই মনটা আমার

মানে না কোনো বাঁধা

তোমাকে পাওয়ারই আশায়

ফিরে আসে বারে বার

LRB'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin