menu-iconlogo
huatong
huatong
avatar

agey jodi jantam

Lucky Akhandhuatong
ShymoonKhan_ABShuatong
Şarkı Sözleri
Kayıtlar
আগে যদি জানিতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

ও... মনোরে......

কিসের তরে রয়ে গেলি তুই....

ও... মনোরে...

কিসের তরে রয়ে গেলি তুই...

আগে যদি জানিতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

বলেছিলি তুই যে আমায়

আমি নাকি ভুলে যাবো

ভুলে আমি ঠিকইতো যেতাম....

পোড়া মনে তোরই কথা

বারে বারে বেজে ওঠে-

পোড়া মনে তোরই কথা

বারে বারে বেজে ওঠে

তাই তোকে আর ভোলা হলোনা... রে..

এই জ্বালা আর প্রাণে সহে না

...........................

আগে যদি জানিতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

জানিনা কেনো যে আমায়

একা ফেলে চলে গেলি

ভুলেও কি মনে পড়ে না

...........................

তোরই মতো কোনদিন

আমিও যে ভুলে যাবো

তোরই মতো কোনদিন

আমিও যে ভুলে যাবো

তবু এই জ্বালা প্রাণে সইবো না... রে

এই জ্বালা আর প্রাণে সহে না

.........................

আগে যদি জানিতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না....

হো ও.... মনোরে…

কিসের তরে রয়ে গেলি তুই...

হো ও.... মনোরে…

কিসের তরে রয়ে গেলি তুই....

আগে যদি জানিতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না....

এই জ্বালা আর প্রাণে সহে না

এই জ্বালা আর প্রাণে সহে না

Lucky Akhand'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Lucky Akhand, agey jodi jantam - Sözleri ve Coverları