menu-iconlogo
huatong
huatong
avatar

ওগো তোমার আকাশ দুটি চোখে

Mahtim Sakibhuatong
purlewiteshuatong
Şarkı Sözleri
Kayıtlar
এই জীবন ছিল.....

নদীর মত গতিহারা দিশেহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা...

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

এই জীবন ছিল...

নদীর মতো গতিহারা..

এই জীবন ছিল.

নদীর মতো গতিহারা দিশাহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তাঁরা

আগে ছিলো শুধু পরিচয়

পরে হলো মন বিনিময়

আগে ছিলো শুধু পরিচয়

পরে হলো মন বিনিময়

শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়

শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়

আজ যখনই ডাকি

জানি তুমি দিবে সাড়া

এই জীবন ছিল

নদীর মতো গতিহারা দিশাহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

ও..ও...ও..আমি

হয়ে গেছি তারা

ও..ও..ও.. আমি

হয়ে গেছি তারা

গানে নতুন করে এলো সুর

এ যেন আগের চেয়ে সুমধুর

গানে নতুন করে এলো সুর

এ যেন আগের চেয়ে সুমধুর

নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর

নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর

বয়ে চলেছে যে তাই

ভালবাসার একধারা

এই জীবন ছিল

নদীর মতো গতিহারা দিশাহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

তোমার আকাশ দুটি চোখে

ও..ও..ও..আমি হয়ে গেছি তাঁরা

ও..ও..ও..আমি হয়ে গেছি তারা

ও..ও..ও..আমি হয়ে গেছি তারা

Mahtim Sakib'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin