menu-iconlogo
huatong
huatong
mahtim-shakib--cover-image

একলা হলে বুঝতে পারি ভালোবাসি

Mahtim Shakibhuatong
multayehuatong
Şarkı Sözleri
Kayıtlar
একলা হলেই বুঝতে পারি ভালবাসি কতো,

আমি একলা হলেই বুঝতে পারি ভালবাসি কতো,

একটা তুমি আছো বলে ভালো আছি এতো,

একটা তুমি আছো.. বলে ভালো আছি এতো

এই জীবনে কেউ তো আর হয়না তোমার মতো,

একটা তুমি আছো বলে ভালো আছি এতো,

একটা তুমি আছো বলে ভালো আছি এতো

হুম.. হুম.. হুম.. হুম.. হুম.. হুম..

হুম.. হুম.. হুম.. হুম..

হুম.. হুম.. হুমহুম

দূরে গেলে তোমার প্রতি মায়া বাড়ে আরো,

কেমন করে এমন প্রেমে বাঁধতে আমায় পারো

দূরে গেলে তোমার প্রতি মায়া বাড়ে আরো,

কেমন করে এমন প্রেমে বাঁধতে আমায় পারো

দিনগুলো সব তোমার নামে হোক না আমার গতো,

একটা তুমি আছো বলে ভালো আছি এতো,

একটা তুমি আছো.. বলে ভালো আছি এতো

জুড়ে থাকো আমার এ মন, অবুঝ অনুরাগে,

তোমায় নিয়ে ভাবতে গেলে সবচে ভালো লাগে

হুমমম জুড়ে থাকো আমার এ মন অবুঝ অনুরাগে,

তোমায় নিয়ে ভাবতে গেলে... সবচে ভালো লাগে

দিনগুলো সব তোমার নামে হোক না আমার গতো,

একটা তুমি আছো বলে ভালো আছি এতো,

একটা তুমি আছো বলে ভালো আছি এতো

একলা হলেই বুঝতে পারি ভালবাসি কতো,

আমি একলা হলেই বুঝতে পারি ভালবাসি কতো,

একটা তুমি আছো বলে ভালো আছি এতো,

একটা তুমি আছো.. বলে ভালো আছি এতো

এই জীবনে কেউ তো আর হয়না তোমার মতো,

একটা তুমি আছো বলে ভালো আছি এতো,

একটা তুমি আছো বলে ভালো আছি এতো

Mahtim Shakib'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin