menu-iconlogo
huatong
huatong
avatar

Shey Je Boshe Ache - Lofi Remix

Mashuq Haque/Rishi Pandahuatong
kakini00huatong
Şarkı Sözleri
Kayıtlar
তার গুন গুন মনের গান বাতাসে ওড়ে

কান পাতো, মনে পাবে শুনতে

তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে

চোখ মেলো, যদি পারো বুঝতে

তার গুন গুন মনের গান বাতাসে ওড়ে

কান পাতো, মনে পাবে শুনতে

তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে

চোখ মেলো, যদি পারো বুঝতে

সে যে বসে আছে একা একা

রঙিন স্বপ্ন তার বুনতে

সে যে চেয়ে আছে ভরা চোখে

জানালার ফাঁকে মেঘ ধরতে

সে যে বসে আছে একা একা

রঙিন স্বপ্ন তার বুনতে

সে যে চেয়ে আছে ভরা চোখে

জানালার ফাঁকে মেঘ ধরতে

তার গুন গুন মনের গান বাতাসে ওড়ে

কান পাতো, মনে পাবে শুনতে

তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে

চোখ মেলো, যদি পারো বুঝতে

তার গুন গুন মনের গান বাতাসে ওড়ে

কান পাতো, মনে পাবে শুনতে

তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে

চোখ মেলো, যদি পারো বুঝতে

সে যে বসে আছে একা একা

তার স্বপ্নের কারখানা চলছে

আর বুড়ো বুড়ো মেঘেদের দল

বৃষ্টি নামার তাল গুনছে

সে যে বসে আছে একা একা

স্বপ্নের কারখানা চলছে

আর বুড়ো বুড়ো মেঘেদের দল

বৃষ্টি নামার তাল গুনছে

তার গুন গুন মনের গান বাতাসে ওড়ে

কান পাতো, মনে পাবে শুনতে

তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে

চোখ মেলো, যদি পারো বুঝতে

তার গুন গুন মনের গান বাতাসে ওড়ে

কান পাতো, মনে পাবে শুনতে

তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে

চোখ মেলো, যদি পারো বুঝতে

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়

টপ টপ ফোটা পড়ে অনেকক্ষণ

সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে

ভেজা কাক হয়ে থাক আমার মন

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়

টপ টপ ফোটা পড়ে অনেকক্ষণ

সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে

ভেজা কাক হয়ে থাক আমার মন

Mashuq Haque/Rishi Panda'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin