menu-iconlogo
huatong
huatong
avatar

ebar ta hole ami jai

md rofihuatong
sergiodulitzkyhuatong
Şarkı Sözleri
Kayıtlar
এবার তাহলে আমি যাই

সুখে থাকো ভালো থাকো,মন থেকে এই চাই

এবার তাহলে আমি যাই

সুখে থাকো ভালো থাকো,মন থেকে এই চাই

এবার তাহলে আমি যাই

কি হবে পিছু ডেকে,লাভ নেই মনে রেখে।।

এইতো হয় আজ যা আছে কাল সেতো নাই

এবার তাহলে আমি যাই

যা কিছু চাওয়া যায় বল কতটুকু তার পাও যায়

কতটুকু তার পাও যায়

এ বিদায় বুকে বেঁধে,কি হবে আর কেঁদে

দুজনা ভুল এই অনুরোধ করি শুধু তাই

এবার তাহলে আমি যাই

সুখে থাকো ভালো থাকো,মন থেকে এই চাই

এবার তাহলে আমি যাই

md rofi'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin