menu-iconlogo
huatong
huatong
avatar

HD এত বড় পৃথিবীতে আপন কেহ নাই | শিল্পী:নাসির

MD.Anisulhuatong
༺᪣.🅐🅝🅘🅢🅤🅛᪣༻🇧🇩☞🅢🅢🅐☜♡huatong
Şarkı Sözleri
Kayıtlar
༺ANISUL༻ ?

সপ্তসুর সঙ্গীত একাডেমী

Room No:261222

এত বড় পৃথিবীতে আপন কেহ নাই

এত বড় পৃথিবীতে আপন কেহ নাই

ভালোবাসার ছায়া দিয়ে

বুকের মাঝে টেনে নিয়ে

সুখে হাসবে,দুঃখে কাঁদবে

মনে দেবে ঠাঁই

এমন একজন মানুষ আমি চাই

এত বড় পৃথিবীতে আপন কেহ নাই

এত বড় পৃথিবীতে আপন কেহ নাই

সপ্তসুর সঙ্গীত একাডেমী

Room No:261222

এতটুকু সুখের আশায়

যারে নিয়ে দেখেছি স্বপন

স্বযতনে ভাঙিলো সে মন

সপ্তসুর সঙ্গীত একাডেমী

এতটুকু সুখের আশায়

যারে নিয়ে দেখেছি স্বপন

স্বযতনে ভাঙিলো সে মন

বুকের ব্যথা তুলে নিতে

জীবন খেঁয়া পাড়ি দিতে

মনের তরী বলো আমি

কোন কূলে ভিড়ায়

এমন একজন মানুষ আমি চাই

এত বড় পৃথিবীতে আপন কেহ নাই

এত বড় পৃথিবীতে আপন কেহ নাই

সপ্তসুর সঙ্গীত একাডেমী

Room No:261222

ভালোবাসা চেয়ে আমি

বারেবারে করেছি যে ভুল

আর কতো দেবো সে মাশুল

সপ্তসুর সঙ্গীত একাডেমী

ভালোবাসা চেয়ে আমি

বারেবারে করেছি যে ভুল

আর কতো দেবো সে মাশুল

চোখের জলে নিরবোধি

বইলো কত দুঃখের নদী

মনের তরী বলো আমি

কোন কূলে ভিড়ায়

এমন একজন মানুষ আমি চাই

এত বড় পৃথিবীতে আপন কেহ নাই

এত বড় পৃথিবীতে আপন কেহ নাই

ভালোবাসার ছায়া দিয়ে

বুকের মাঝে টেনে নিয়ে

সুখে হাসবে,দুঃখে কাঁদবে

মনে দেবে ঠাঁই

এমন একজন মানুষ আমি চাই

এত বড় পৃথিবীতে আপন কেহ নাই

এত বড় পৃথিবীতে আপন কেহ নাই

সপ্তসুর সঙ্গীত একাডেমী

Room No:261222

MD.Anisul'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin