menu-iconlogo
huatong
huatong
mekhla-dasgupta-kano-roder-moto-hasle-na-cover-image

Kano Roder Moto Hasle Na

Mekhla Dasguptahuatong
rkbunnerhuatong
Şarkı Sözleri
Kayıtlar
কেন রোদের মতো হাসলে না

আমায় ভালোবাসলে না,

আমার কাছে দিন ফুরালেও আসলে না।

এই মন কেমনের জন্মদিন

চুপ করে থাকা কঠিন,

তোমার কাছে খরস্রোতাও গতিহীন।

নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই

দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই,

শুধু আমারই ..

রোদের মতো হাসলে না

আমায় ভালোবাসলে না,

আমার কাছে দিন ফুরালেও আসলে না।

জলে ভেজা, চোখবোজা

ঘুম খোঁজা ভোর,

নিশানা তীর, স্মৃতির ভীড়

এলোমেলো ঘর'দোর।

মেঘ আসে এলোকেশে

ছুঁয়ে দিলেই সব চুপ,

সেই মেঘবালিকার গল্প হোক,

শহরজুড়ে বৃষ্টি হোক,

রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম।

পাতাভরা সব দু-টুকরোরা

কাল বৈশাখীর মতো মুখচোরা,

সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান

নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই

বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই

শুধু আমারই ...

Mekhla Dasgupta'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin