menu-iconlogo
huatong
huatong
avatar

Bhulbona Tomake

Mileshuatong
ms_kay06huatong
Şarkı Sözleri
Kayıtlar
বিস্ময় ছিলে তুমি স্বপ্ন আমার

কাছে পাবো না জানি তোমাকে তো আর

কাটতো সময় কত গল্প করে

বলতে, ′ভালোবাসি' হাতটি ধরে

আমি ভুলবো না, আমি ভুলবো না

আমি ভুলবো না তোমাকে

আমি ভুলবো না, আমি ভুলবো না

আমি ভুলবো না তোমাকে

স্বপ্নপ্রহরগুলো মনে পড়ে যায়

সোনালি আবেগ কাছে ডাকতো আমায়

স্মৃতিগুলো আজ শুধু আবেশে জড়ায়

ব্যর্থ এ মন শুধু আমাকে কাঁদায়

আমি ভুলবো না, আমি ভুলবো না

আমি ভুলবো না তোমাকে

আমি ভুলবো না, আমি ভুলবো না

আমি ভুলবো না তোমাকে

প্রেম কি ছিলো না, ছিলো শুধু প্রহসন

চেয়েছি নিবিড় করে শুধু অকারণ

তোমারই ছবি মনে, তুমি কাছে নেই

অন্যের হয়ে গেলে খুব সহজেই

কেন থাকলে না? কেন থাকলে না?

কেন থাকলে না আমার হয়ে?

আমি ভুলবো না, আমি ভুলবো না

আমি ভুলবো না তোমাকে

দিশেহারা হয়ে পড়ে আছি তবু

পারিনি মেনে নিতে ভুলে যাবে কভু

দিশেহারা হয়ে পড়ে আছি তবু

পারিনি মেনে নিতে ভুলে যাবে কভু

চলে গেলে কেন একা ফেলে আমাকে?

তোমার অবুঝ মন বোঝেনি তখন

হয়তো পারিনি হতে তোমারই মতন

হৃদয়-মাঝে স্মৃতিচিহ্ন রেখে

প্রেমের সমাধি মনে গেলে যে এঁকে

আমি ভুলবো না, আমি ভুলবো না

আমি ভুলবো না তোমাকে

আমি ভুলবো না, আমি ভুলবো না

আমি ভুলবো না তোমাকে

কেন থাকলে না? কেন থাকলে না?

কেন থাকলে না আমার হয়ে?

আমি ভুলবো না, আমি ভুলবো না

আমি ভুলবো না তোমাকে

আমি ভুলবো না, আমি ভুলবো না

আমি ভুলবো না তোমাকে

কেন থাকলে না? কেন থাকলে না?

কেন থাকলে না আমার হয়ে?

আমি ভুলবো না, আমি ভুলবো না

আমি ভুলবো না তোমাকে

Miles'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin