menu-iconlogo
logo

লক্ষী সোনা রাগ করেনা

logo
Şarkı Sözleri
লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে,

লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে।

লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে,

লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে।

কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,

লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি।

তুই আমার জীবন,

তুই ছাড়া মরণ,

তুই যে আমারই

সাত রাজারও ধন। ২ বার

কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,

লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি।

তুই চাঁদের কণা তুই ছানা বোনা,

তুই যে আমারই সব সুখেরই ঘর।

তুই চাঁদের কণা তুই ছানা বোনা,

তুই যে আমারই সব সুখেরই ঘর।

কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,

লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি। ২ বার

Milon, লক্ষী সোনা রাগ করেনা - Sözleri ve Coverları