menu-iconlogo
huatong
huatong
mitali-mukharjee-ebar-jabar-belay-pichu-fire-cover-image

Ebar Jabar Belay Pichu Fire

Mitali Mukharjeehuatong
🖤▂▂ALI▂▂🖤huatong
Şarkı Sözleri
Kayıtlar
--Family,SMW-->

?___ALI___?

এবার যাবার বেলা পিছু ফিড়ে চেয়ে দেখনিতো

চাইলে তুমি দেখতে আমি, আঁখি জ্বলে শিক্ত

তোমারই মত

এবার যাবার বেলা পিছু ফিড়ে চেয়ে দেখনিতো

চাইলে তুমি দেখতে আমি আঁখি জ্বলে শিক্ত

তোমারই মত

এবার যাবার বেলা পিছু ফিড়ে চেয়ে দেখনিতো

--Family,SMW-->

?___ALI___?

পিছু ডাকতে নেই তাই ডাকিনি

হৃদয় কেঁদেছে তবু আমি কাঁদিনিই ই ই

পিছু ডাকতে নেই তাই ডাকিনি

হৃদয় কেঁদেছে তবু আমি কাঁদিনি

দুঃখ-ব্যাথা... এই অন্তর

জ্বলে পুড়ে হয়েছে ক্ষত-বিক্ষত

এবার যাবার বেলা পিছু ফিড়ে চেয়ে দেখনিতো

--Family,SMW-->

?___ALI___?

ফুরিয়ে এলো বুঝি এই নিঃশ্বাস

ফিড়ে আসবে তুমিই ছিল বিশ্বাস

ফুরিয়ে এলো বুঝি এই নিঃশ্বাস

ফিড়ে আসবে তুমিই ছিল বিশ্বাস

পথ চেয়ে অন্ধ হয়েছে দু'চোখ

নিভে গেছে আশা আলো যত

এবার যাবার বেলা পিছু ফিড়ে চেয়ে দেখনিতো

চাইলে তুমি দেখতে আমি, আঁখি জ্বলে শিক্ত

তোমারই মত

এবার যাবার বেলা পিছু ফিড়ে চেয়ে দেখনিতো

চাইলে তুমি দেখতে আমি আঁখি জ্বলে শিক্ত

তোমারই মত

এবার যাবার বেলা পিছু ফিড়ে চেয়ে দেখনিতো

?___ALI___?

Mitali Mukharjee'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin