menu-iconlogo
huatong
huatong
avatar

যে টুকু সময় তুমি থাকো কাছে

Mitali Mukherjee/Bhupinder Singhhuatong
erikfrey1huatong
Şarkı Sözleri
Kayıtlar
ও ওও.....

যেটুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রাণ আছে

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার

যেটুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রাণ আছে

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার

ব্যেথার সমাধিতে বসে এ মন

ফোটায় আশার ফুল রাশি রাশি

যখন দেখি ওই মুখের হাসি

স্বপ্ন থেকে আসো নয়ওনেতে

নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও

জাগরণে এসে কাছে দাঁড়াও

যেটুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রাণ আছে

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার

শিশুকালের রূপকথা গুলো

পায়ে পায়ে সব আসে ফিরে

তোমার কথা রূপকথা ঘিরে

ভুলে ভরা যত স্বরলিপি

গানের কোকিল হয়ে উঠে ডেকে

কাছে এলে তুমি দূরে থেকে

যেটুকু সময় তুমি থাকো পাশে

মনে হয় এ দেহে প্রাণ আছে

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার

Mitali Mukherjee/Bhupinder Singh'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin