menu-iconlogo
huatong
huatong
avatar

তোমায় মনটারে সপিয়া

Mohasin Rezahuatong
Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓhuatong
Şarkı Sözleri
Kayıtlar
তোমায় মনটারে সপিয়া

জীবন গেল কান্দিয়া কান্দিয়া

ও তোমায় মনটারে সপিয়া

জীবন গেল কান্দিয়া কান্দিয়া

কোথায় গেলে পাব তোমায়

কোথায় গেলে পাব তোমায়

যাওনা বলিয়া

তোমায় মনটারে সপিয়া

জীবন গেল কান্দিয়া কান্দিয়া

ও তোমায় মনটারে সপিয়া

জীবন গেল কান্দিয়া কান্দিয়া

ঘর ছাড়িলাম বাউল হইলাম

তোমারি সন্ধানে

জানি না লুকাইয়া আছ

তুমি কোনখানে

অন্তর পোড়ে নিরবধি

অন্তর পোড়ে নিরবধি

চোখের জলে হইলো নদী

কেমন করে বাচবো বল

তোমারে ভুলিয়া

তোমায় মনটারে সপিয়া

জীবন গেল কান্দিয়া কান্দিয়া

ও তোমায় মনটারে সপিয়া

জীবন গেল কান্দিয়া কান্দিয়া

একতারেতে গান বান্ধিলাম

তোমারি নাম ধরে

তুমিতো দিলানা সাড়া

মরমী সেই সুরে

একতারেতে গান বান্ধিলাম

তোমারি নাম ধরে

তুমিতো দিলানা সাড়া

মরমী সেই সুরে

মিলবে তোমার ভালবাসা

মিলবে তোমার ভালবাসা

মনে জাগে বড় আশা

কইবা কথা শুনবো বুকে মাথাটি রাখিয়া

তোমায় মনটারে সপিয়া

জীবন গেল কান্দিয়া কান্দিয়া

ও তোমায় মনটারে সপিয়া

জীবন গেল কান্দিয়া কান্দিয়া

কোথায় গেলে পাব তোমায়

কোথায় গেলে পাব তোমায়

যাওনা বলিয়া

তোমায় মনটারে সপিয়া

জীবন গেল কান্দিয়া কান্দিয়া

ও তোমায় মনটারে সপিয়া

জীবন গেল কান্দিয়া কান্দিয়া

Mohasin Reza'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin