menu-iconlogo
huatong
huatong
moni-kishore-ami-more-gele-cover-image

Ami More Gele

Moni Kishorehuatong
Shahriar-Islamhuatong
Şarkı Sözleri
Kayıtlar
[M] আমি মরে গেলে জানি তুমি কাঁদবেনা

ওখানেই শেষ করে দিও

চাইবনা কিছুই তোমার

শুধু,মনে রেখো কোন একদিন...

ভালোবেসে ছিলাম তোমায়

ও...ভালোবেসে ছিলাম তোমায়

======মিউজিক======

[M] পুরনো স্মৃতিগুলো,মন থেকে তুমি মুছে দিও

আবার নতুন করে,এ জীবন সাজিয়ে নিও

[F] পুরনো স্মৃতিগুলো,মন থেকে তুমি মুছে দিও

আবার নতুন করে,এ জীবন সাজিয়ে নিও

সেই চেনা সুরে, সেই চেনা নাম ধরে,

ডেকো না আমায়

শুধু মনে রেখো কোন একদিন...

ভালোবেসে ছিলাম তোমায়

ও...ভালোবেসে ছিলাম তোমায়

[F] কখনো ভুল করে,সমাধিতে ফুল দিও না

আমার মরণ দিনে,চোখে জল তুমি এনো না

[F] কখনো ভুল করে,সমাধিতে ফুল দিও না

আমার মরণ দিনে,চোখে জল তুমি এনো না

থাকনা ভরে,সমাধির পরে,ঝরানো পাতায়

শুধু মনে রেখো কোন একদিন

ভালোবেসে ছিলাম তোমায়

ও...ভালোবেসে ছিলাম তোমায়

[F]আমি মরে গেলে জানি তুমি কাঁদবেনা

ওখানেই শেষ করে দিও

চাইবনা কিছুই তোমার

শুধু,মনে রেখো কোন একদিন...

ভালোবেসে ছিলাম তোমায়

ও...ভালোবেসে ছিলাম..

সমাপ্ত

Moni Kishore'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin