menu-iconlogo
huatong
huatong
avatar

Poraner Bandhob Ami Tomay Chai

Monir Khan/Tosibahuatong
bamubamu!huatong
Şarkı Sözleri
Kayıtlar
কেউ খুঁজে আলো, কেউ ঘন কালো

কেউ খুঁজে আলো, কেউ ঘন কালো

আমি বলি আলো-কালোর দরকার নাই, দরকার নাই

পরানের বান্ধব, আমি তোমায় চাই

আমি জগতে তোমায় বড়ো ভালা পাই

কেউ খুঁজে বাড়ি, কেউ চুড়ি-শাড়ি

কেউ খুঁজে বাড়ি, কেউ চুড়ি-শাড়ি

আমি বলি অত কিছুর দরকার নাই, দরকার নাই

পরানের বান্ধব, আমি তোমায় চাই

আমি জগতে তোমায় বড়ো ভালা পাই

তুমি যদি থাকো পাশে, জংলাতে হোক বাস

হাসিমুখে সইবো আমি সকল সর্বনাশ

ও, দুনিয়াতে হাজার মানুষ, তোমার লাহান কই?

অত মায়া দিলা, বন্ধু, তোমার জানে রই

কে হাসে, কে নিন্দা করে

কে হাসে, কে নিন্দা করে, আমি কি তাতে ডরাই?

পরানের, পরানের

পরানের, পরানের

পরানের বান্ধব, আমি তোমায় চাই

আমি জগতে তোমায় বড়ো ভালা পাই

পরানের বান্ধব, আমি তোমায় চাই

আমি জগতে তোমায় বড়ো ভালা পাই

আমি কলি, তুমি অলি, কইলজারও দোসর

মরণেরও নাই ক্ষমতা তোমায় করে পর

ওরে, তুমি পাতা, আমি লতা, এমনই আপন

শত পৃষ্ঠা লেখেও তোমার হয় না বিবরণ

তুমি ছাড়া আর কে আছে

তুমি ছাড়া আর কে আছে যার বুকেতে শান্তি পাই?

পরানের, পরানের

পরানের, পরানের

পরানের বান্ধব, আমি তোমায় চাই

আমি জগতে তোমায় বড়ো ভালা পাই

পরানের বান্ধব, আমি তোমায় চাই

আমি জগতে তোমায় বড়ো ভালা পাই

কেউ খুঁজে বাড়ি, কেউ চুড়ি-শাড়ি

কেউ খুঁজে বাড়ি, কেউ চুড়ি-শাড়ি

আমি বলি অত কিছুর দরকার নাই, দরকার নাই

পরানের বান্ধব, আমি তোমায় চাই

আমি জগতে তোমায় বড়ো ভালা পাই

কেউ খুঁজে আলো, কেউ ঘন কালো

কেউ খুঁজে আলো, কেউ ঘন কালো

আমি বলি আলো-কালোর দরকার নাই, দরকার নাই

পরানের, পরানের

পরানের, পরানের

পরানের বান্ধব, আমি তোমায় চাই

আমি জগতে তোমায় বড়ো ভালা পাই

পরানের বান্ধব, আমি তোমায় চাই

আমি জগতে তোমায় বড়ো ভালা পাই

Monir Khan/Tosiba'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin