menu-iconlogo
huatong
huatong
avatar

Suhasini

Moruvumihuatong
precious1faithhuatong
Şarkı Sözleri
Kayıtlar
আকাশে তারার ভিড়ে চলো ভেসে যাই

মহাকাশের অপর পাশে দু'জনে হারাই

কত শত তারার ভিড়ে হারিয়ে যাবো

রূপকথার গল্প নিয়ে গান শোনাবো

জলে ভেজা চোখে সুহাসিনী তুমি

হৃদয়ে ভালোবাসা বলি তোমায় শোনো

সাঁঝের সূর্য রাতের তারা হয়ে

ছুঁয়ে যাবো তোমার আকাশ জুড়ে

দূর হতে আসা স্রোতধারা কানে কানে শোনায়

কত সাধনায় খুঁজে পাওয়া সুহাসিনী তোমায়

বৃষ্টিহীনা বালুচরে তুমি এক ফোঁটা জল

শূন্য পথে আগমনে জমে উঠে কোলাহল

জলে ভেজা চোখে সুহাসিনী তুমি

হৃদয়ে ভালোবাসা বলি তোমায় শোনো

সাঁঝের সূর্য রাতের তারা হয়ে

ছুঁয়ে যাবো তোমার আকাশ জুড়ে

জুড়ে

Moruvumi'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin