menu-iconlogo
huatong
huatong
msreza--cover-image

কখনো সাগর ছিল কখনো পাহাড় ছিল

M.S.REZAhuatong
❁༄ᴹ᭄হিমু࿐❁huatong
Şarkı Sözleri
Kayıtlar
গানঃ কখনো সাগর ছিল কখনো পাহাড়

ছায়াছবিঃ মেয়েরাও মানুষ

শিল্পীঃ কুমার শানু ও কবিতা কৃষ্ণ মূর্তি

Uploaded By: ❁༄ᴹˢ᭄✿Rᴇᴢᴀ࿐❁

কখনো সাগর ছিল কখনো পাহাড় ছিল,

কখনো আকাশ ছিল কখনো মরুভূমি

এখন আমার চারিদিকে শুধু তুমি তুমি

শুধু তুমি তুমি শুধু তুমি তুমি।।

কখনো সাগর ছিল কখনো পাহাড় ছিল,

কখনো আকাশ ছিল কখনো মরুভূমি।

ভালবাসি ভালবাসি, ভালবাসি

আমি তোমাকে।।

Uploaded By: ❁༄ᴹˢ᭄✿Rᴇᴢᴀ࿐❁

তুমি সকালের রোদ,বিকেলের ছায়া

গোধূলির রং,রাত্রির মায়া

তুমি পাখিদের গান বকুলের হাসি

ভ্রমরের সুর রাখালের বাঁশি।

আমার দু'চোখে স্বপ্নের ঘুম তুমি।

শুধু তুমি তুমি শুধু তুমি তুমি

ও তুমি শুধু তুমি শুধু তুমি তুমি।

কখনো সাগর ছিল কখনো পাহাড় ছিল,

কখনো আকাশ ছিল কখনো মরুভূমি।

ভালবাসি ভালবাসি,ভালবাসি

আমি তোমাকে।।

Uploaded By: ❁༄ᴹˢ᭄✿Rᴇᴢᴀ࿐❁

তুমি হৃদয়ের সুখ নয়নের তারা

কবিতার ভাষা ঝর্ণার ধারা।

তুমি আকাশের নীল আবীরের লাল

তুমি কাজলের তিল নূপুরের তাল

আমার জীবনে সবটুকু পাওয়া তুমি।

শুধু তুমি তুমি,শুধু তুমি তুমি

ও শুধু তুমি তুমি শুধু তুমি তুমি।

কখনো সাগর ছিল কখনো পাহাড় ছিল,

কখনো আকাশ ছিল কখনো মরুভূমি।

এখন আমার চারিদিকে শুধু তুমি তুমি

ও এখন আমার চারিদিকে শুধু তুমি তুমি

ভালবাসি ভালবাসি,ভালবাসি

আমি তোমাকে।

Uploaded By: ❁༄ᴹˢ᭄✿Rᴇᴢᴀ࿐❁

M.S.REZA'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin