menu-iconlogo
huatong
huatong
avatar

কথা ছিলো দেখা হলে বিজনে

Muhammad Rafihuatong
servent400huatong
Şarkı Sözleri
Kayıtlar
কথা ছিল দেখা হলে বিজনে

তোমার মনের কথা বলবে

তোমার মনের কথা বলবে

কথা ছিল দেখা হলে বিজনে

আমার মুখের পানে তোমার নয়ন দুটি

সন্ধ্যা তারার মত জ্বলবে

তোমার মনের কথা বলবে

মিউজিক মিউজিক

মৃদু সুরে ডেকে prio নাম

চুপি চুপি আমি সুধালাম

মৃদু সুরে ডেকে prio নাম

চুপি চুপি আমি সুধালাম

মোর আঁধার জীবন ও পথে

Prodip ধরে

তুমি কি আমার সাথে চলবে

তোমার মনের কথা বলবে

মিউজিক

কোন কথা বলনি সেদিন

নিরব রয়েছো নত নয়নে

নিরব রয়েছ নত নয়নে

ভালোবাসা যেখানে গভির....

থাকেনা কথার ঢেউ সেখানে

সেদিনেরো না বলা ভাষায়

বুঝেছি কি বলেছে আমায়

সেদিনেরো না বলা ভাষায়

বুঝেছি কি বলেছে আমায়

হাসিমুখে ব্যাথা সয়ে জানিগো তুমি

আমারই পথের কাঁটা দলবে

তোমার মনের কথা বলবে

কথা ছিল দেখা হলে বিজনে

তোমার মনের কথা বলবে

তোমার মনের কথা বলবে

সম্পাত

Muhammad Rafi'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin