menu-iconlogo
huatong
huatong
avatar

Rigans Gallery - Babar Chera Jama

Nahid hasanhuatong
Rigan_𝙹𝚊𝚣𝚣🄽𝚋𝚕𝚞𝚎𝚜huatong
Şarkı Sözleri
Kayıtlar
Rigans Gallery

Jazz N Blues

Babar Chera Jama

এই ট্র্যাকটি আমাদের সকল বাবা মা

এর জন্য উৎসর্গ করলাম

**********************************

Rigan Jazz N Blues

**********************************

অফিসে ঢুকেই বসের ঝাড়ি খেয়ে

ভীষণ মন খারাপ

রং চা হাতে নিয়ে কলিগের সাথে বসে

নানান ব্যাপারে আলাপ

হঠাৎ মায়ের ফোন কেমন আছিস বাবা?

সকালে কি খেয়েছিস বল

চোখে মুখে বিরক্ত চুপচাপ অব্যক্ত

ছেলে রেগেমেগে টলমল

আমি ব্যাস্ত আছি মা, ব্যাস্ত আছি খুব

কেনো ফোন করেছো অসময়?

পরে ফোন করবো সন্ধ্যাবেলায় তো

রোজ আমাদের কথা হয়

**********************************

Rigan Jazz N Blues

**********************************

মা করেছিলো ফোন বাবার ওষুধ শেষ

বলতে পারেনি সে কথা

গতরাত থেকে প্রেশার বেড়েছে বেশ

বেড়েছে হাটুর ব্যাথা

ছেলে বড় হয়েছে শিক্ষিত মন

অফিসে নানান চাপে থাকে

বাবাকে ডেকে বলে

খোকা আছে ভালোই

সালাম দিয়েছে তোমাকে

মায়ের এমন মনগড়া অভিনয়

বাবা সব বুঝে সব জানে

গ্রামে একা বাবা মা ছেলে শহরে থাকে

তার পরিবারের টানে

**********************************

Rigan Jazz N Blues

**********************************

আজ অনেক বছর পর অন্ধকার ঘরে

মনে পরে বাবা মার কথা

কোথায় হারিয়ে গেলো আমায় একা ফেলে

কেঁদে যাচ্ছি অযথা

চাকরির অজুহাতে বাবা মায়ের সাথে

করেছি কত দুর্ব্যবহার

একবার যদি সুযোগ পেতাম মা

পা ধরে মাফ চাওয়ার

আমি কৃষক হবো পরের জন্মে বাবা

বিধাতা কবুল করো আমায়

মায়ের আচলে মুছবো লুকিয়ে ঘাম

থাকবো তারই ছায়ায়

আমি শান্তি খুঁজে নেবো বাবার ছেঁড়া জামায়

আমি শান্তি খুঁজে নেবো বাবার ছেঁড়া জামায়

আমি শান্তি খুঁজে নেবো বাবার ছেঁড়া জামায়

আমি শান্তি খুঁজে নেবো বাবার ছেঁড়া জামায়

Thanks

Rigan

**********************************

Rigan Jazz N Blues

**********************************

Nahid hasan'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin