menu-iconlogo
huatong
huatong
avatar

Ekdin Sob Chere Chole Jabo Bohudure

Nasirhuatong
AMINKHAN🎧SMB🎸huatong
Şarkı Sözleri
Kayıtlar
চলে যাব বহু দূরে

কোনদিন ফিরে আ র

আসবো না

একদিন সব ছেড়ে

চলে যাব বহু দূরে

কোনদিন ফিরে আ র

আসবো না

একাকী আধার ঘরে

তোমাকে মনে করে

দু"চোখের জলে আর

ভাসবো না

একদিন সব ছেড়ে

চলে যাব বহু দূরে

কোনদিন ফিরে আ র

আসবো না

................... ..................

যেখানে মানুষ গে লে

ফিরে আর আসে না

যাবো আমি সেখা নে

খুঁজে তুমি পাবে না

যেখানে মানুষ গে লে

ফিরে আর আসে না

যাবো আমি সেখা নে

খুঁজে তুমি পাবে না

সুখ টুকু মুছে দিয়ে

বিরহী এ মন নিয়ে

কষ্ট লুকিয়ে আর

হাসবো না

একদিন সব ছেড়ে

চলে যাব বহু দূরে

কোনদিন ফিরে আ র

আসবো না

.................... ..................

বুঝবে সে ভুল তু মি

ভেঙে যাবে অভিমান

আমার জীবন য বে

হবে চির অবসান

.................... ..................

বোঝে সে ভুল তু মি

ভেঙে যাবে অভিমান

আমার জীবন য বে

হবে চির অবসান

এ আমি শুধুই নিজে

তোমাকে খুঁজে খুঁজে

জোর করে ভালো

আর বাসবো না

একদিন সব ছেড়ে

চলে যাব বহু দূরে

কোনদিন ফিরে আ র

আসবো না

একদিন সব ছেড়ে

চলে যাব বহু দূরে

কোনদিন ফিরে আ র

আসবো না

একাকী আধার ঘরে

তোমাকে মনে করে

দু"চোখের জলে আর

ভাসবো না

একদিন সব ছেড়ে

চলে যাব বহু দূরে

কোনদিন ফিরে আ র

আসবো না

ধন্যবাদ

আপলোড বাই এমডি আকাশ রানা

Nasir'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin