চোখে চোখ রেখে ক্লান্ত
চেনা পথঘাট জানতো
নীলচে কতটা রোদ্দুর আমি চাই
চোখে চোখ রেখে ক্লান্ত
চেনা পথঘাট জানতো
নীলচে কতটা রোদ্দুর আমি চাই
পাশাপাশি বসে চুপচাপ
কালো আকাশের নীচে হোক পাপ
যুদ্ধ বিমানে আলোদের রোশনাই
স্নান করেছিলে কাকভোর
কাপড়ের ভাঁজে কাব্যর
বানান ভুলের সংশোধনে যাই
তারা খসে পড়া চোখ তার
এই বিপদসীমা সে হোক পার
ভালবাসা ভেবে কাঁটাতারে জড়াই
চোখে চোখ রেখে ক্লান্ত
চেনা পথঘাট জানতো
নীলচে কতটা রোদ্দুর আমি চাই