menu-iconlogo
logo

Ekdin Emon Ekdin Ashbe

logo
Şarkı Sözleri
1=একদিন এমন একদিন আসবে,

কাঁদবে তুমি কাঁদবে

2=একদিন এমন একদিন আসবে,

কাঁদবে তুমি কাঁদবে

আমারে হারাইয়া তুমি

নয়ন জলে ভাসবে!

1=সেদিন আমায় খুঁজে পাবেনা

সেদিন আমায় খুঁজে পাবেনা

আমায় তুমি খুঁজবে সেই দিন

ভুলের মালা ছিঁড়বে যে দিন

আমায় তুমি খুঁজবে সেই দিন

2=পাগলেরি বেশে তুমি

কাঁদবে আবার হাসবে।

পাগলেরি বেশে তুমি

কাঁদবে আবার হাসবে

1=সেইদিন আমায় খুঁজে পাবে না

সেইদিন আমায় খুঁজে পাবে না

1=সেদিন আমি থাকবো দুরে

যাবে তোমার বুকটি ছিঁড়ে

সেদিন আমি থাকবো দুরে

যাবে তোমার বুকটি ছিঁড়ে

2=আকুলি বিকুলি করে

আমায় তুমি ডাকবে।

আকুলি বিকুলি করে

আমায় তুমি ডাকবে।

1=সেইদিন আমায় খুঁজে পাবেনা

না না......

সেইদিন আমায় খুঁজে পাবেনা

1=ভালোবাসার এই প্রতিদান

অবহেলা আর অপমান

ভালোবাসার এই প্রতিদান

অবহেলা আর অপমান

2=জাহাঙ্গীর রানা কয় তুমি

শেষ বিচারে ফাঁসবে।

জাহাঙ্গীর রানা কয় তুমি

শেষ বিচারে ফাঁসবে

1=সেইদিন আমায় খুঁজে পাবে না

না না

সেইদিন আমায় খুঁজে পাবে না

একদিন এমন একদিন আসবে,

কাঁদবে তুমি কাঁদবে

আমারে হারাইয়া তুমি

নয়ন জলে ভাসবে!

সেইদিন আমায় খুঁজে পাবে না

সেইদিন আমায় খুঁজে পাবে না

সেইদিন আমায় খুঁজে পাবে না

না না না

সেইদিন আমায় খুঁজে পাবে না

(জয় হোক বিশুদ্ধ ভালোবাসার)