menu-iconlogo
huatong
huatong
avatar

Rongdhonu Valo Lage রংধনু ভাল লাগে নীল আকাশ

Nishitahuatong
ryan0018huatong
Şarkı Sözleri
Kayıtlar
রংধনু ভাল লাগে নীল আকাশ ভাল লাগে

ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে জেগে থাকা সেই রাত।

রংধনু ভাল লাগে নীল আকাশ ভাল লাগে

ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে জেগে থাকা সেই রাত।

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে।

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে। ooo.....

রংধনু ভাল লাগে নীল আকাশ

ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে জেগে থাকা সেই রাত।

ভাল লাগে শিশির ঝরা

ভিজে যাওয়া কিছু ঘাস ফুল

ভাল লাগে এক চিলতে রোদ

অকারনে করে ভুল

ভাল লাগে শিশির ঝরা

ভিজে যাওয়া কিছু ঘাস ফুল

ভাল লাগে এক চিলতে রোদ

অকারনে করে ভুল

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে।

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে।

ভাল লাগে দখিন হাওয়া

চোখ বুজে কিছুক্ষণ

ভাল লাগে স্বপ্নগুলো

অকারনে করে ভুল।

ভাল লাগে দখিন হাওয়া

চোখ বুজে কিছুক্ষণ

ভাল লাগে স্বপ্নগুলো

যাকে ঘিরে মন

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে।

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে।

রংধনু ভাল লাগে নীল আকাশ ভাল লাগে

ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে জেগে থাকা সেই রাত।

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে।

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে।

follow with .....HossainFarabi

Nishita'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin