menu-iconlogo
huatong
huatong
avatar

Ore Nil Doriya

Noble Manhuatong
rod_andrews1976huatong
Şarkı Sözleri
Kayıtlar
ওরে নীল দরিয়া

আমায় দে রে দে ছাড়িয়া

ওরে নীল দরিয়া

আমায় দে রে দে ছাড়িয়া

বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে

কান্দে রইয়া রইয়া

বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে

কান্দে রইয়া রইয়া

কাছের মানুষ দূরে থুইয়া

মরি আমি ধরফড়াইয়া রে

কাছের মানুষ দূরে থুইয়া

মরি আমি ধরফড়াইয়া রে

দারুণ জ্বালা দিবানিশি

দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে

আমার এত সাধের মন বঁধুয়া হায় রে

কী জানি কী করে

ওরে সাম্পানের নাইয়া

আমায় দে রে দে ভিড়াইয়া

বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে

কান্দে রইয়া রইয়া

Noble Man'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin