menu-iconlogo
huatong
huatong
avatar

Tumio Paro

Odd Signaturehuatong
msphifer2003huatong
Şarkı Sözleri
Kayıtlar
তুমি পারো রঙিন এক দৃশ্যতে

রঙ মাখা তুলি ছুঁয়ে হাসি ফোটাতে

তুমি পারো রংধনুর রঙ ছুঁয়ে

এঁকে শত ছবি এক হাতে এক সাথে

তুমি পারো সে কবিতার ছন্দতে

কিছু কথা দিয়ে মানুষের মন ছুঁতে

তুমি পারো সুরে গলা মিলাতে

তুমি আরো পারো সাথে

রোদের সেই আলো ভেবে ভালো

ভাবো সেই দিন যবে ঋণ শোধের পর

এক সময় হবে প্রিয়জনের প্রয়োজনে

এই কিছু সময় যাবে কষ্টে

তবে বিশ্বাস স্রষ্টা বসে ওপারে

আমি জানি

তুমিও পারো তার হাসিটা ফোটাতে

তুমিও পারো তাকে রংধনু দেখাতে

তুমিও পারো তার হাসিটা ফোটাতে

তুমিও পারো তার রঙে এক রঙিন রংধনু এঁকে

তুমি হেসে দেখো সেই মেঘের দল

চুল উড়াবে বাতাসের বেগ প্রবল

তুমি পারো খুঁজে নিতে সেই বিষয়

তোমার হাসিতে হাসিবে সে সবসময়

কালো কাজলে চোখখানা আঁকতে

তুমি পারো সেই রঙ তুলির দৃশ্যতে

তুমি পারো সুরে গলা মিলাতে

তুমি আরো পারো সাথে

রোদের সেই আলো ভেবে ভালো

ভাবো সেই দিন যবে ঋণ শোধের পর

এক সময় হবে প্রিয়জনের প্রয়োজনে

এই কিছু সময় যাবে কষ্টে

তবে বিশ্বাস স্রষ্টা বসে ওপারে

আমি জানি

তুমিও পারো তার হাসিটা ফোটাতে

তুমিও পারো তাকে রংধনু দেখাতে

তুমিও পারো তার হাসিটা ফোটাতে

তুমিও পারো তার রঙে এক রঙিন রংধনু এঁকে

সব শেষে হেসে পাখি দেখা

মনে হবে নীলের রঙে সবই আঁকা

হাসো তুমি, দেখো তার ছায়া খুঁজে

রোদে, রোদে আবার

হেসে দেখো, স্মৃতি হয়ে রবে

রঙে রঙিন স্বপ্ন খুঁজে পাবে

হাসো তুমি, দেখো তার ছায়া খুঁজে

রোদে রোদে

রোদের সেই আলো ভেবে ভালো

ভাবো সেই দিন যবে ঋণ শোধের পর

এক সময় হবে প্রিয়জনের প্রয়োজনে

এই কিছু সময় যাবে কষ্টে

তবে বিশ্বাস স্রষ্টা বসে ওপারে

আমি জানি

তুমিও পারো

তার হাসিটা ফোটাতে

তুমিও পারো

Odd Signature'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin