menu-iconlogo
huatong
huatong
avatar

দয়াল তোমার ও লাগিয়া Doyal Tomaro Lagiya

Ovihuatong
pepitagatorhuatong
Şarkı Sözleri
Kayıtlar
দয়াল তোমার ও লাগিয়া

জোগিনি সাজিবো

তুমি কোন বা দেশে

রইলা রে দয়াল চাঁদ

তোমায় না দেখলে বাচেনা আমার প্রাণ

তোমায় না দেখলে বাচেনা আমার প্রাণ

তুমি কোন বা দেশে

রইলা রে দয়াল চাঁদ

দয়াল তোমার ও লাগিয়া

জোগিনি সাজিবো

দয়াল তোমার ও লাগিয়া

জোগিনি সাজিবো

আমি সইপা দিবো আমার মন ও প্রাণ

আমি সইপা দিবো আমার মন ও প্রাণ

তুমি কোন বা দেশে

রইলা রে দয়াল চাঁদ

দয়াল তোমার ও লাগিয়া

দেশে না বৈদেশে

দয়াল তোমার ও লাগিয়া

দেশে না বৈদেশে

আমি পাইতাছি পিরিতির ফান

আমি পাইতাছি পিরিতির ফান

তুমি কোন বা দেশে

রইলা রে দয়াল চাঁদ

যেমন শিমুলের তুলা

বাতাসে উরে রে

যেমন শিমুলের তুলা

বাতাসে উরে রে

তুমি সেই মতন উরাইলা আমার প্রাণ

তুমি সেই মতন উরাইলা আমার প্রাণ

তুমি কোন বা দেশে

রইলা রে দয়াল চাঁদ

তোমায় না দেখলে বাচেনা আমার প্রাণ

তোমায় না দেখলে বাচেনা আমার প্রাণ

তুমি কোন বা দেশে

রইলা রে দয়াল চাঁদ

Ovi'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin