menu-iconlogo
huatong
huatong
avatar

Dil Ki Doya

Paban Das Baulhuatong
RashedBDhuatong
Şarkı Sözleri
Kayıtlar
দিন দুনিয়ার মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না।

কাঁটার আঘাত দাও গো যারে তার,

কাঁটার আঘাত দাও গো যারে তার

ফুলের আঘাত সয় না,

তোমার দিল কি দয়া হয় না,

দিন দুনিয়ার মালিক খোদা,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না।

সব দিয়ে যার সব কেড়ে নাও,

সব দিয়ে যার সব কেড়ে নাও

তারতো প্রানে সয় না,

তোমার দিল কি দয়া হয় না,

দিন দুনিয়ার মালিক খোদা,

তোমার দিল কি দয়া হয় না।

সেই দুঃখেতে বন্ধু কে মোর,

সেই দুঃখেতে বন্ধু কে মোর

কবরে শোয়াই রে,

দম যেন মোর যায়,

আহা দম যেন মোর যায়।

দিন দুনিয়ার মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না।

যে পথে তে কাঁটায় ঘেরা,

কোন বা পথে চলবে

আহা কোন বা পথে চলবে।

যে মুখে তার ব্যাথায় ভরা,

যে মুখেতে ব্যাথায় ভরা

কোন বা মুখে বলবে,

আহা কোনবা মুখে বলবে।

দিন দুনিয়ার মালিক খোদা

দিল কি দয়া হয় না;

তোমার দিল কি দয়া হয় না।

তোমার দিল কি দয়া হয় না..

দিন দুনিয়ার মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,..

তোমার দিল কি দয়া হয় না..

Paban Das Baul'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin