menu-iconlogo
logo

Mon Doriyai Veshe Jai Original Track

logo
Şarkı Sözleri
ভুলে থাকি যত ফাঁকি

মন জানে তুমি জানো,

ক্ষনে ক্ষনে আনমনে

চাই যে কাছে টানো।

ভুলে থাকি যত ফাঁকি

মন জানে তুমি জানো,

ক্ষনে ক্ষনে আনমনে

চাই যে কাছে টানো

মন দরিয়ায় ভেসে যাই

দুজনে মিলে,

এক আকাশে উড়ে বেড়াই

মেঘ ছোঁয়া নিলে।

মন দরিয়ায় ভেসে যাই

দুজনে মিলে,

এক আকাশে উড়ে বেড়াই

মেঘ ছোঁয়া নিলে।

কেন ভয় মনে হয়, থাকি জুড়ে

মন কেন দেয় যেন, ভেঙে-চুরে,

ও.. কেন ভয় মনে হয়, থাকি জুড়ে

মন কেন দেয় যেন, ভেঙে-চুরে।

যত ভয়ে সংশয়ে

পাশে থেকে আবার,

আমিও চাই, ছুটে যে যাই

শুধু কাছে তোমার।

মন দরিয়ায় ভেসে যাই

দুজনে মিলে,

এক আকাশে উড়ে বেড়াই

মেঘ ছোঁয়া নীলে।

দূরে যাও ভুলে যাও, সে তো জানা

আমি চাই উড়ে যাই, মেলে ডানা,

ও.. দূরে যাও ভুলে যাও, সে তো জানা

আমি চাই উড়ে যাই, মেলে ডানা।

যত ভয়ে সংশয়ে

পাশে থেকে আবার,

আমিও চাই, ছুটে যে যাই

শুধু কাছে তোমার।

মন দরিয়ায় ভেসে যাই

দুজনে মিলে,

এক আকাশে উড়ে বেড়াই

মেঘ ছোঁয়া নীলে।

ভুলে থাকি যত ফাঁকি

মন জানে তুমি জানো,

ক্ষনে ক্ষনে আনমনে

চাই যে কাছে টানো

Papon/DOLA, Mon Doriyai Veshe Jai Original Track - Sözleri ve Coverları