menu-iconlogo
huatong
huatong
partha-barua-tomar-oi-mon-ta-ke-cover-image

Tomar Oi Mon Ta Ke

Partha Baruahuatong
dream_snatcherhuatong
Şarkı Sözleri
Kayıtlar
তোমার ঐ মনটাকে

একটা ধূলোমাখা পথ করে দাও

আমি পথিক হবো

তোমার ঐ মনটাকে একটা

ধূলোমাখা পথ করে দাও

আমি পথিক হবো

ভালবাসার কিছু পদধূলি

ভালবাসার কিছু পদধূলি

তোমাকে সারাবেলা শুনিয়ে যাব

আমি পথিক হবো

তোমার ঐ মনটাকে

একটা ধূলোমাখা পথ করে দাও,

আমি পথিক হবো

সকালের সোনা সোনা রোদ

সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে

সকালের সোনা সোনা রোদ

সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে

আমার দু'চোখে বোনা বিবাগী স্বপ্নগুলো

তোমাকেই খুজে পাবে

ভালবাসার কিছু পদধূলি

ভালবাসার কিছু পদধূলি

তোমাকে সারাবেলা শুনিয়ে যাব

আমি পথিক হবো

তোমার ঐ মনটাকে

জোছনায় ভেজা ভেজা রাত

সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে

জোছনায় ভেজা ভেজা রাত

সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে

আমার ক্লান্ত পায়ে মুখরা লগ্নগুলো

নীরবে মুখ লুকাবে

ভালবাসার কিছু পদধূলি

ভালবাসার কিছু পদধূলি

তোমাকে সারাবেলা শুনিয়ে যাব

আমি পথিক হবো

তোমার ঐ মনটাকে

একটা ধূলোমাখা পথ করে দাও

আমি পথিক হবো

Partha Barua'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin