menu-iconlogo
logo

Avijog অভিযোগ

logo
Şarkı Sözleri
আমার সকল অভিযোগে তুমি

তোমার মিষ্টি হাসিটা কি আমি?

আমার না বলা কথার ভাঁজে

তোমার গানের কত সুর ভাসে!

তোমায় নিয়ে আমার লেখা গানে

অযথা কত স্বপ্ন বোনা আছে!

আমার হাতের আঙুলের ভাঁজে

তোমাকে নিয়ে কত কাব্য রটে!

ভুলিনি তো আমি

তোমার মুখে হাসি

আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি

আসো আবারও কাছে

হাতটা ধরে পাশে

তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে

এই পৃথিবীতে

তোমার পথে পা মিলিয়ে চলা

তোমার হাতটি ধরে বসে থাকা

আমার আকাশে তোমার নামটি লেখা

সাদার আকাশে কালো আবছা বোনা

তোমায় নিয়ে আমার লেখা গানে

অযথা কত স্বপ্ন বোনা আছে!

আমার হাতের আঙুলের ভাঁজে

তোমাকে নিয়ে কত কাব্য রটে!

ভুলিনি তো আমি

তোমার মুখে হাসি

আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি

আসো আবারও কাছে

হাতটা ধরে পাশে

তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে

এই পৃথিবীতে

ভুলিনি তো আমি

তোমার মুখে হাসি

আমার গাওয়া গানে

তোমাকে ভালোবাসি

আসি তোমার কাছে

হাতটা ধরে পাশে

আমায় নিয়ে চলো তোমার পৃথিবীতে

Piran Khan, Avijog অভিযোগ - Sözleri ve Coverları