menu-iconlogo
huatong
huatong
avatar

এ মনটা বলেছে আমাকে

PRINCESS_SKhuatong
⭐️ℙℝ𝕀ℕℂ𝔼𝕊𝕊_𝕊𝕂⭐️🅰🅳🆆huatong
Şarkı Sözleri
Kayıtlar
কোন প্রকার কপি করা থেকে বিরত থাকুন

গানের কথা... এ মনটা বলেছে আমাকে

শিল্পী...আসিফ ও কনকচাঁপা

এ মনটা বলছে আমাকে

সে ভালবেসেছে তোমাকে

এ মনটা বলছে আমাকে

সে ভালবেসেছে তোমাকে

রয়েছো আমার এ অন্তরে

দূরে থেকো না আর দূরে

রয়েছো আমার এ অন্তরে

দূরে থেকো না আর দূরে

এসো না আরও কাছে এসো

আমাকে শুধু ভালোবাসো

লা লা লা লা

লা লা লা লা

লা লা লা লা

লা লা লা লা

এ মনটা বলছে আমাকে

সে ভালবেসেছে তোমাকে

এ মনটা বলছে আমাকে

সে ভালবেসেছে তোমাকে

রয়েছো আমার এ অন্তরে

দূরে থেকো না আর দূরে

রয়েছো আমার এ অন্তরে

দূরে থেকো না আর দূরে

এসো না আরও কাছে এসো

আমাকে শুধু ভালোবাসো

লা লা লা লা

লা লা লা লা

লা লা লা লা

লা লা লা লা

গানে লাইক দিতে এবং আমাকে follwo করতে

ভুলবেননা ... আপনাদের অনুপেরনা আমাকে

আরও অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে

আর যদি lyrics কোন ভুল

থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

স্বপ্ন দেখালে হাসতে সেখালে

আমায় নতুন করে

প্রেম যে এমনই আগে বুঝিনি

বুঝলাম অনেক পরে

ও.... স্বপ্ন দেখালে হাসতে সেখালে

আমায় নতুন করে

প্রেম যে এমনই আগে বুঝিনি

বুঝলাম অনেক পরে

আমি তোমারি তুমি আমারি

কত আপন দুজন ,

জানে আকাশও জানে বাতাসও

জানে সারা ভুবন

রয়েছো আমার এ অন্তরে

দূরে থেকো না আর দূরে

রয়েছো আমার এ অন্তরে

দূরে থেকো না আর দূরে

এসো না আরও কাছে এসো

আমাকে শুধু ভালোবাসো

লা লা লা লা

লা লা লা লা

হে হে হে হে

হা হা হা হা

এ মনটা বলছে আমাকে

সে ভালবেসেছে তোমাকে

এ মনটা বলছে আমাকে

সে ভালবেসেছে তোমাকে......

সূর্য ডুবেছে সন্ধ্যা নেমেছে

এলো মধুর লগণ

কত কথা যে হৃদয়ে বাজে

বলবো সবই এখন

ও... সূর্য ডুবেছে সন্ধ্যা নেমেছে

এলো মধুর লগণ

কত কথা যে হৃদয়ে বাজে

বলবো সবই এখন

মিষ্টি আবেশে জ্বলছে আকাশে

তাঁরা মিটি মিটি

একটু দেখনা একটু পড়না

চোখের নীরব চিঠি

রয়েছো আমার এ অন্তরে

দূরে থেকো না আর দূরে

রয়েছো আমার এ অন্তরে

দূরে থেকো না আর দূরে

এসো না আরও কাছে এসো

আমাকে শুধু ভালোবাসো

আমাকে শুধু ভালোবাসো

ধন্যবাদ

PRINCESS_SK'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

PRINCESS_SK, এ মনটা বলেছে আমাকে - Sözleri ve Coverları