কষ্ট আমার ভালো লাগে
তাই ছুটে আসি তোর কাছে।
কষ্ট আমার ভালো লাগেএএ
তাই ছুটে আসি তোর কাছেএএ
এই পরানটা যে তোর পরানে বাঁধা
বল কোথায় যাব তোকে ছেড়েএএ
যেখানেই থাকিসরে তুই
পাশে পাশে রবো হয়ে ছায়া
ভালোবাসিস আর নাই বা বাসিস
তবু তুই যে আমার প্রিয়তমা।
কষ্ট আমার ভালো লাগে
তাই ছুটে আসি তোর কাছে।
এই পরানটা যে তোর পরানে বাঁধা
বল কোথায় যাব তোকে ছেড়ে।
(আমি হাসিফ এতোদিন ফোনে যে,
গান গুলো তুমি শুেনেছ
সবই ছিল আমার গাওয়া
দেখতে পাচ্ছো আমার কি প্রবলেম
আর নদীর পারে
তোমায় প্রথম যখন দেখেছি
সে দিন তোমাকে ভাল লেগেছে
শুধু সাহস করে বলতে পারিনি।
বন্ধু বাকিটা তুই বল
সরি ভাইয়া আমাকে বলছেন?
আপনি আগে নিজে দেখুন,
তার পর ভালবাসতে আসবেন পাগল। )
হৃদয় জোরে কত প্রেম
দেখিসনা হৃদয় দিয়ে
ফেরারি দু'চোখ
দিসে হারা শুধুই তকে ভেবে।
যেখানেই থাকিসরে তুই
পাশে পাশে রবো হয়ে ছায়া
ভালোবাসিস আর নাই বা বাসিস
তবু তুই যে আমার প্রিয়তমা।।
কষ্ট আমার ভালো লাগে
তাই ছুটে আসি তোর কাছে।
এই পরানটা যে তোর পরানে বাঁধা
বল কোথায় যাব তোকে ছেড়ে।
ওওওওওওওও
রাতের ধ্রুব তাঁরা
জানে কতটা চাই তোকে
অভিমানী এই মন
তুইহীনা কাদে সারাক্ষণ।
যেখানেই, থাকিসরে তুই
পাশে পাশে রবো হয়ে ছায়া
ভালোবাসিস, আর নাই বা বাসিস
তবু তুই যে আমার প্রিয়তমা।।
কষ্ট আমার ভালো লাগে
তাই ছুটে আসি তোর কাছে।
এই পরানটা যে তোর পরানে বাঁধা
বল কোথায় যাব তোকে ছেড়ে।।
যেখানেই, থাকিসরে তুই
পাশে পাশে রবো হয়ে ছায়া
ভালোবাসিস, আর নাই বা বাসিস
তবু তুই যে আমার প্রিয়তমা।
কষ্ট আমার ভালো লাগে
তাই ছুটে আসি তোর কাছে।
এই পরানটা যে তোর পরানে বাঁধা
বল কোথায় যাব তোকে ছেড়ে।
Thank You