menu-iconlogo
huatong
huatong
avatar

Kholakhuli Bolte Gele

Raj Barman/Anwesshaahuatong
natishasandershuatong
Şarkı Sözleri
Kayıtlar

Singer..Raj Barman Anweshaa

Movie... Raja Rani Raji

খোলাখুলি বলতে...গেলে....,

পড়ে গেছি তোর কবলে....,

তোলিয়েছে মোন,ভীষণ রকম

আ..ত্থই জলে।

খোলাখুলি বলতে...গেলে....,

পড়ে গেছি তোর কবলে....,

তোলিয়েছে মোন,ভীষণ রকম

আ..ত্থই জলে.....।

সাতার কেটেছি, ঘুমিয়ে হেটেছে,

এতটা ডুবেছি, তোরিতো কারনে,

তোকে ভালো বাসতে গিয়ে,

খোলাখুলি বলতে...গেলে....,

পড়ে গেছি তোর কবলে....,

তোলিয়েছে মোন,ভীষণ রকম

আ..ত্থই জলে............

কপাল গুনে..., পেয়েছি

তোকে সেই সব দিনে....,

যখন খালি বৃষ্টি

ছাড়া...,ছিল না হা..আ..উপাই

ও....এক সাথে চল, পেরিয়ে যাব জমানো জল

পথের ধারে পা ডুবিয়ে....,কোথায় কোথায়...

সাতার কেটেছি, ঘুমিয়ে হেটেছে,

এতটা ডুবেছি, তোরিতো কারনে,

তোকে ভালোবাসতে গিয়ে,

খোলাখুলি বলতে গেলে....,

পড়ে গেছি তোর কবলে....,

তোলিয়েছে মোন,ভীষণ রকম

আ..ত্থই জলে............

দে রে মোন........

দে.... রে...মোন........

দে.....রে....মোন..................

Raj Barman/Anwesshaa'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin