menu-iconlogo
huatong
huatong
avatar

কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে

Rajibhuatong
➳💥𝐌𝐄𝐇𝐄𝐃𝐘💥𝐁𝐃𝐬𝐭𝐚𝐫🇧🇩☜huatong
Şarkı Sözleri
Kayıtlar
কালিয়া সোনারে...

কালিয়া সোনারে... গত নিশী কোথায় ছিলে

কালিয়া সোনারে... গত নিশী কোথায় ছিলে

তোমারও লাগিয়া, মালাটি গাঁথিয়া

তোমারও লাগিয়া, মালাটি গাঁথিয়া

ছিড়ে ফেলেছি সকালে, গত নিশী কোথায় ছিলে

কালিয়া সোনারে... গত নিশী কোথায় ছিলে

কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে

গজমতির হাঁর তোমার কন্ঠে জুড়েছে

ঘুম ঘুম আঁখি, শাড়ী পরা দেখি

ঘুম ঘুম আঁখি, শাড়ী পরা দেখি

সিঁদুর লাগানো কপালে, গত নিশী কোথায় ছিলে

কালিয়া সোনারে... গত নিশী কোথায় ছিলে

আসিবে বলে, কথাটি দিলে

নিশী ফুরায়ে গেলো, ফিরে না এলে (x2)

ঘুম ঘুম আঁখি, শাড়ী পরা দেখি

ঘুম ঘুম আঁখি, শাড়ী পরা দেখি

সিঁদুর লাগানো কপালে, গত নিশী কোথায় ছিলে

কালিয়া সোনারে... গত নিশী কোথায় ছিলে

কালিয়া সোনারে... গত নিশী কোথায় ছিলে

তোমারও লাগিয়া, মালাটি গাঁথিয়া

তোমারও লাগিয়া, মালাটি গাঁথিয়া

ছিড়ে ফেলেছি সকালে, গত নিশী কোথায় ছিলে

কালিয়া সোনারে... গত নিশী কোথায় ছিলে

কালিয়া সোনারে... গত নিশী কোথায় ছিলে

Rajib'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin