menu-iconlogo
huatong
huatong
avatar

ছোটদের বড়দের সকলের গরিবের নিঃস্বের ফকিরের ।

Rathindranath Royhuatong
og07121986huatong
Şarkı Sözleri
Kayıtlar
চাষাদের, মুটেদের, মজুরের ।।

চাষাদের, মুটেদের, মজুরের ।।

গরিবের নিঃস্বের ফকিরের

আমার এ দেশ ....

সব মানুষের,

সব মানুষের ,

সব মানুষের ।।

ছোটদের বড়দের সকলের…।।

ছোটদের বড়দের সকলের…।।

গরিবের নিঃস্বের ফকিরের ।।

আমার এ দেশ ...

সব মানুষের,

সব মানুষের।।

সব মানুষের ।।

নেই ভেদাভেদ হেথা

চাষা আর চামারে,

নেই ভেদাভেদ হেথা

কুলি আর কামারে।।

নেই ভেদাভেদ হেথা

চাষা আর চামারে,

নেই ভেদাভেদ হেথা

কুলি আর কামারে।।

হিন্দু, মুসলিম,

বৌদ্ধ, খ্রিস্টান ।।

হিন্দু, মুসলিম,

বৌদ্ধ, খ্রিস্টান ।।

দেশ মাতা এক সকলের।

লাঙলের সাথে আজ

চাকা ঘোরে এক তালে

এক হয়ে মিশে গেছি

আমারা সে যে কোন কালে

লাঙলের সাথে আজ

চাকা ঘোরে এক তালে

এক হয়ে মিশে গেছি

আমারা সে যে কোন কালে।।

মন্দির, মসজিদ,

গীর্জার আবাহনে।।

মন্দির, মসজিদ,

গীর্জার আবাহনে।।

বাণী শুনি একই সুরের।

ছোটদের বড়দের সকলের…।।

ছোটদের বড়দের সকলের…।।

গরিবের নিঃস্বের ফকিরের

আমার এ দেশ ...

সব মানুষের,

সব মানুষের।।

সব মানুষের,

চাষাদের, মুটেদের, মজুরের ।।

চাষাদের, মুটেদের, মজুরের ।।

গরিবের নিঃস্বের ফকিরের

আমার এ দেশ ,

সব মানুষের,

সব মানুষের।।

সব মানুষের ।।

Rathindranath Roy'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin