menu-iconlogo
huatong
huatong
avatar

হে মালিক এ জাহান আমি বড় অসহায়...(R&M)

Rezaul / Munnihuatong
꧁🎶𒆜Ghost🍀Hunter𒆜🎶꧂huatong
Şarkı Sözleri
Kayıtlar
1st Time in Starmaker

আর&এম মিউজিক কর্ণার

≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠

হে মালিক এ জাহান

≠৺≠৺≠৺≠৺≠৺≠

হে মালিক এ জাহান আমি বড় অসহায়

আজ দু'ফোটা পানির তরে বুক ফেটে যায়

আজ দু'ফোটা পানির তরে বুক ফেটে যায়

হে মালিক এ জাহান আমি বড় অসহায়

আজ দু'ফোটা পানির তরে বুক ফেটে যায়

আজ দু'ফোটা পানির তরে বুক ফেটে যায়

হে মালিক এ জাহান

≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠

আপলোডঃ রেজাউল&মুন্নী

≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠

তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছোওওও

সেই আগুনেরে ফুল বানিয়ে তুমি নিয়েছোওও

≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠

তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো

সেই আগুনেরে ফুল বানিয়ে তুমি নিয়েছো

তুমি ফেরাউনকে ডুবাইলেএএএ

তুমি ফেরাউনকে ডুবাইলে

নীল দরিয়ায়.........

নীল দরিয়ায়…..

ওই মুছা নবী বেঁচে গেলো তোমারই লীলায়

সেই কুদরাতেরই শানে দেখাও তুমি যে আমায়

সেই কুদরাতেরই শানে দেখাও তুমি যে আমায়

হে মালিক এ জাহান

≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠

আপলোডঃ রেজাউল&মুন্নী

≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠

ইউনূসকে মাছের পেটে দিলে পাঠিয়েএএএ

সেই কুদরতেরই গুণে তাঁরে দিলে বাঁচিয়েএএ

≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠

ইউনূসকে মাছের পেটে দিলে পাঠিয়ে

সেই কুদরতেরই গুণে তাঁরে দিলে বাঁচিয়ে

সেই নামেরই বারকাতে খোদাআআআ

সেই নামেরই বারকাতে খোদা

এই দুনিয়ায়..........

এই দুনিয়ায়.....

কতো পাপী তাপী গুণাহগার পাড় হয়ে যায়

সেই রহমতেরই এক বিন্দু দাও না যে আমায়

সেই রহমতেরই এক বিন্দু দাও না যে আমায়

হে মালিক এ জাহান আমি বড় অসহায়

আজ দু'ফোটা পানির তরে বুক ফেটে যায়

আজ দু'ফোটা পানির তরে বুক ফেটে যায়

বড় অসহায়........

বুক ফেটে যায়........

বড় অসহায়........

বুক ফেটে যায়........

বড় অসহায়........

≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আর হেদায়েত দান করুন, আমিন।

-----রেজাউল&মুন্নী

≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠

Rezaul / Munni'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin